

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের মণিরামপুরে রহস্যজনকভাবে মৃত্যুবরণকারী মজিদ দফাদার (৭০)-এর মৃত্যুকে কেন্দ্র করে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছেলের নির্যাতনে পিতার মৃত্যু হয়েছে—এমন অভিযোগে আড়াই মাস পর কবর থেকে তার লাশ উত্তোলন করেছে প্রশাসন।
রোববার সকাল ১১টার দিকে আদালতের নির্দেশে নেহালপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মজিদ দফাদার রহস্যজনকভাবে মারা যান। মৃত্যুর পর তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও আঘাতের চিহ্ন দেখা গেলে স্বজনদের সন্দেহের সৃষ্টি হয়। পরে মৃতের জামাই সাত্তার মোল্যা আদালতে মামলা করলে তদন্তের স্বার্থে লাশ উত্তোলনের নির্দেশ প্রদান করেন আদালত।
লাশ উত্তোলন কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। তদন্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম, আর টু-আইনির দায়িত্ব পালন করেন শাহাজাহান বিশ্বাস।
স্থানীয়দের অভিযোগ ও গুঞ্জন—মজিদ দফাদারের মৃত্যুর সাথে তারই ছেলে, নেহালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব দফাদার জড়িত থাকতে পারেন। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলতে চাননি।
মনিরামপুর থানা সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ ও নির্যাতনের সত্যতা উদঘাটন সম্ভব হবে।
মন্তব্য করুন
