মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় আফিল ফার্মে শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
আফিল ফার্মে শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড
expand
আফিল ফার্মে শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সাগরপুর গ্রামে অবস্থিত আফিল পোল্ট্রি ফার্মে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার ভোরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই পোল্ট্রি ফার্মের গোডাউন জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ফার্মটির মেইনটেন্যান্স কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ মালামাল, যন্ত্রপাতি ও স্টোরেজের বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এতে আনুমানিক ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি বা আরও ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি যাচাই করা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তদন্তে সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।

বর্তমানে ঘটনাস্থলসহ আশপাশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X