শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
expand
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো যশোরেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে স্বাস্থ্যসেবা অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার কর্মবিরতিতে অংশ নেন সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

এতে জেলার হাসপাতালগুলোতে রক্ত পরীক্ষা, হরমোন পরীক্ষা, ব্লাড ব্যাংক সেবা, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, প্যাথলজি, ডেন্টাল, ফিজিওথেরাপি, ক্যান্সার রোগীদের কেমোথেরাপি এবং ফার্মেসির ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অপ্রত্যাশিত এ অচলাবস্থায় যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রোগীরা চরম ভোগান্তির শিকার হন। অনেক রোগী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না করেই হতাশ হয়ে ফিরে যান। জরুরি চিকিৎসা সেবাও ভীষণভাবে ব্যাহত হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট প্রতিনিধিরা জানান, অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা বহু আগেই ১০ম গ্রেড সুবিধা পেলেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করা সত্ত্বেও তাদের ন্যায্য দাবি আজও বাস্তবায়ন হয়নি। বহু চেষ্টার পরও জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদের গ্রেড বাস্তবায়নের ফাইল দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে বলে অভিযোগ করেন তারা।

দাবি আদায় না হলে ৪ ডিসেম্বর থেকে সারা দেশে পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং এরপরও সিদ্ধান্ত না মিললে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পেশাজীবীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X