

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদেশে পরিবারের স্বপ্ন পূরণে পাড়ি জমিয়েছিলেন আনোয়ার হোসেন (৩৩)। কিন্তু সেই স্বপ্নপথেই তাকে জীবন দিতে হলো। জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের গাবেরগাম এলাকার বাসিন্দা বাঘা মন্ডলের ছেলে আনোয়ার দুবাইয়ে কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন।
পরিবারের সদস্যদের জানান, দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে মেশিন মেরামতের কাজ করছিলেন আনোয়ার। এ সময় হঠাৎ ভারী সরঞ্জাম নিচে পড়ে তার ওপর চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাংলাদেশ সময় ৩ ডিসেম্বর রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হঠাৎ মৃত্যুর খবর পৌঁছালে দেশে থাকা তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনরা দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসার পর শুক্রবার সকালে তিনি বাড়ি ফিরে আসেন।
দেড় বছরের বেশি সময় ধরে প্রবাসে ছিলেন আনোয়ার। পরিবারের লোকজন জানান, আর মাত্র দুই মাস পরেই দেশে ফেরার কথা ছিল তার। ঘরে তিনি মা, বাবা, স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে নেমে আসে গভীর শোক। স্বজন ও প্রতিবেশীদের মাঝে বিষাদের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন
