

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘INTERNATIONAL CONFERENCE ON ADVANCES IN PHYSICS 2025’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনটির উদ্বোধন হয়।
উদ্বোধনী অধিবেশনে বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন এবং স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবকদের, যাদের নিরলস পরিশ্রমের ফলেই আজকের এই আয়োজন। তিনি উল্লেখ করেন, দেশি-বিদেশি বিশিষ্ট শিক্ষাবিদদের অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে আজকের এই সফল আয়োজন শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের নতুন প্রেরণা ও দিকনির্দেশনা দেবে। এই সম্মেলনের মাধ্যমে গবেষকরা জ্ঞান, ধারণা ও অভিজ্ঞতার বিনিময় করবেন এবং জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি।
বিশেষ অতিথি বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, ডিন, গবেষক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সহকর্মী ও উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আজকের এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই সম্মেলনে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের উপস্থিতি প্রশংসনীয়। বিপুলসংখ্যক গবেষণাপত্র উপস্থাপন করা হবে, যা পদার্থবিজ্ঞানের অগ্রগতিকে আরও সমৃদ্ধ করবে। বিশেষ করে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, পরীক্ষামূলক গবেষণা ও আধুনিক প্রযুক্তিনির্ভর কাজগুলো ভবিষ্যৎ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৮৫টি গবেষণা পত্র উপস্থাপন করা হবে।
মন্তব্য করুন
