বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে বোয়ালমারীতে মশাল মিছিল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে মশাল মিছিল
expand
বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে মশাল মিছিল

ফরিদপুরেরবোয়ালমারীতে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আরিফুর রহমান দোলনের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী রেলস্টেশন এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি বোয়ালমারী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় রূপ নেয়। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পথসভায় বোয়ালমারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহাদাত হোসেন অনিক বলেন, “বিগত ১৭ বছরে আওয়ামী লীগ গুম, খুন ও ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছে। আমরা জানতে পারছি, আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম দোসর এবং প্রায় ২০০০ কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ফরিদপুর-১ আসনে নির্বাচন করতে চায়। ফরিদপুর-১ আসনের জনগণ তার এই মনোভাব কোনোভাবেই মেনে নেবে না।”

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা জনি বলেন, “আরিফুর রহমান দোলন আওয়ামী লীগের সুবিধাভোগী নেতা ছিলেন এবং শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন। এখন তিনি আবার নির্বাচন করতে চাইছেন। ফরিদপুরের জনগণের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”

পথসভায় আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মো. হাসান, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরিফুর রহমান দোলনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আলটিমেটাম প্রদান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X