

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশ বড় ধরনের বিপর্যয়ের মধ্য পড়বে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।
তিনি বলেন, “আগামী নির্বাচন বানচালের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জনগণ এবার ভোটাধিকার ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ।”
বুধবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণভোট প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, “এ মুহূর্তে গণভোট ও জাতীয় নির্বাচনের দুটি আলাদা ভোট গ্রহণের বাস্তবতা নেই। আমরাসহ অনেক রাজনৈতিক দল একমত হয়েছি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের সময় একসঙ্গে গণভোট আয়োজন করা যেতে পারে।”
জোট গঠনের বিষয়ে তিনি বলেন, “গণঅধিকার পরিষদ কোনো জোটে যাচ্ছে না। আমরা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছি এবং স্বাধীনভাবে মাঠে আছি।”
স্থানীয় পৌরসভা মাঠে হবিগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের সমর্থনে জেলা গণঅধিকার পরিষদ এই নির্বাচনী সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিজু, উচ্চতর পরিষদের সদস্য ও হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, তাহমিদ হাসান এবং হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ অনেকে।
সভায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
মন্তব্য করুন