

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ-৪ (সংসদীয় আসন ২৪২) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৬ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টায় মাধবপুর উপজেলার ইটাখোলা সাহেব বাড়িতে অনুষ্ঠিত একটি জনসভায় এস এম ফয়সল উপস্থিত ছিলেন। ওই সভায় তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদ প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এস এম ফয়সলকে জয়যুক্ত করার আহ্বান জানান। উক্ত বক্তব্যের সময় প্রার্থী এস এম ফয়সল উপস্থিত থেকেও কোনো প্রকার বাধা প্রদান করেননি।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগেই নির্বাচনি প্রচারণা পরিচালিত হয়েছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩, ১৮ ও ৩০ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১খ (২) ও ৯১খ (৩) ধারার লঙ্ঘন।
এমতাবস্থায় কেন এস এম ফয়সলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি ২০২৬ দুপুর ১২টায় হবিগঞ্জ সার্কিট হাউজের সভাকক্ষ (কক্ষ নং ২০৩)-এ স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশটি দ্রুত জারি ও জারির প্রতিবেদন দাখিলের জন্য মাধবপুর থানার অফিসার ইন-চার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
