মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চুনারুঘাটে বিএনপি নেত্রী শাম্মীর ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ  প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
সাইফুল ইসলাম
expand
সাইফুল ইসলাম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে বিএনপি নেত্রী শাম্মি আক্তারের ভাই সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম খানসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার শানখলা মৌজায় সরকারি খাসজমির সীমানা নির্ধারণ (ডিমার্কেশন) ও পরিমাপ কাজে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ মামলা করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এএলএম) শামীম আহমেদ সরকারি পরিমাপ কাজে মাঠে গেলে কয়েকজন লোক সেখানে জটলা করে কাজ বন্ধ করার চেষ্টা করেন। তারা সরকারি কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণ, বাধা ও ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে তারা পাথর নিক্ষেপের মতো পরিস্থিতিও সৃষ্টি করেন, ফলে সরকারি কার্যক্রম ব্যাহত হয় এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় পড়েন।

মামলায় নাম উল্লেখ করা দুই আসামি হলেন বিএনপি নেত্রী শাম্মি আক্তারের ভাই সাইফুল ইসলাম,ও জাহাঙ্গীর আলম খান (৪৫)

তাদের সঙ্গে আরও ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সহকারী ভূমি কর্মকর্তা শামীম আহমেদ বলেন, সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার কারণে বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X