মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কলেজ শিক্ষার্থীর উপর ছাত্রশিবিরের হামলা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজ
expand
শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজ

হবিগঞ্জের বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজের উপর ছাত্র শিবিরের হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে বানিয়াচং সদরের বিবির দরগা মসজিদের সামনের রাস্তায় পূর্ব পরিকল্পিতভাবে শিবির কর্মীরা নাফিজকে আটকিয়ে পিটিয়ে গুরুতর জখম করে—এমন অভিযোগ করেছেন আহত শিক্ষার্থীর পরিবার। পরে নাফিজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় বানিয়াচং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলীসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮–১০ জন শিবির কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত শিক্ষার্থীর বাবা, স্থানীয় সাংবাদিক ইমদাদুল হোসেন খান।

অভিযোগে বলা হয়, গত ৬ নভেম্বর বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী প্রচারণা চালান। ওই সময় ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ভেতরে প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাফিজ ফেসবুক লাইভে এর প্রতিবাদ জানান। এরপর থেকেই শিবির নেতাকর্মীরা নাফিজের প্রতি ক্ষুব্ধ হয়ে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এরই জেরে পরিকল্পিতভাবে নাফিজকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে দাবি পরিবারের।

অভিযোগ অস্বীকার করে বানিয়াচং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলী বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ। কয়েকদিন আগে খেলা নিয়ে শিবির কর্মী ইশতিয়াক হাসান সাইমুমের সঙ্গে নাফিজের কথা-কাটাকাটি হয়। বিষয়টি জানার পর আমি সাইমুমের বাবাকে জানিয়েছি। আজকের ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। যদি কিছু ঘটে থাকে, তা ব্যক্তিগত বিষয়। এ ঘটনার সঙ্গে আমি বা ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।” তিনি আরও বলেন, মিথ্যা অভিযোগের বিষয়ে ছাত্র শিবির আইনানুগ ব্যবস্থা নেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X