মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে ট্রাক্টর-টমটম সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম
ট্রাক্টর ট্রলি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ
expand
ট্রাক্টর ট্রলি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ

হবিগঞ্জের লাখাই উপজেলায় ধান বোঝাই ট্রাক্টর ট্রলি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিখিল দাস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার মনতৈল ও কামরাপুর সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতের স্ত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হন।

আহতরা হলেন- দীপিকা রানী দাস (৪০), উর্মিলা রানী দাস (৪০) ও উদয় ঘোষ (১৬)। নিহত ও আহত সবাই লাখাই উপজেলার পূর্ব-বুল্লা গ্রামের দাসপাড়ার বাসিন্দা। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ধান বোঝাই ট্রাক্টর ট্রলিটি ভুলদিকে (রং সাইডে) উঠে টমটমটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিখিল দাস প্রাণ হারান। সংঘর্ষের তীব্রতায় ট্রাক্টরের সামনের চাকা খুলে রাস্তার পাশে গিয়ে পড়ে। দুর্ঘটনার পরই ট্রাক্টরচালক পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ট্রলিটি জব্দ করে। পরিদর্শনে দেখা যায়, যানটি ছিল সম্পূর্ণ ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ-চাকা, ইঞ্জিন ও বডি ছিল মারাত্মক জরাজীর্ণ। এ ধরনের ঝুঁকিপূর্ণ গাড়ির চলাচল নিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

লাখাই থানার ওসি বন্দে আলী বলেন, নিহতের লাশের সুরতহাল শেষে আরটিএ রিপোর্টের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। আরটিএ সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, “উভয় গাড়ি জব্দ করা হবে। নিহতের পরিবার চাইলে মামলা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X