

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রফি মন্ডল (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।
এসময় গুলিবিদ্ধ হয়েছেন ইউসুফ ও রবজেল নামে আরও দুইজন। তদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দুই মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা রফি মন্ডলকে লক্ষ্য করে গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে ইউসুফ ও রবজেলকেও গুলি করে তারা।
এঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রফি মন্ডল একই এলাকার মৃত মতালেব মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, "দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এ হামলা চালায়। কারা এবং কেনো এঘটনা ঘটিয়েছে তা তা এখনো জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত চলছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন
