সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেট কারে যাত্রী উঠিয়ে অপহরণ, চক্রের ৩ সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম
অপহরণ চক্রের ৩ সদস্য
expand
অপহরণ চক্রের ৩ সদস্য

গাজীপুর মহানগরের বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)। রবিবার (২১ ডিসেম্বর) পরিচালিত এই অভিযানে অপহরণের কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,সুনামগঞ্জ জেলার দিরাই থানার জগলদল মাজপাড়া এলাকার হবিবুল্লাহর ছেলে মো. নিজাম (৩০), টাঙ্গাইল জেলার সখিপুর থানার বেতুয়া এলাকার মো. হাছন মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৩২) এবং নেত্রকোনা জেলার নিশ্চিতপুর এলাকার মো. ফজলু মিয়ার ছেলে মনিরুল হোসেন মুন্না (২০)।

জিএমপির ডিবি (উত্তর) বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘ দিন ধরে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কসহ আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। চক্রটি মহাসড়কের বিভিন্ন স্থান থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে প্রাইভেটকারে তুলে নিত। এরপর গাড়ির ভেতর জিম্মি করে অপহরণ করত এবং ভুক্তভোগীদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করত।

জিএমপির পুলিশ কমিশনারের নির্দেশে এবং ডিবি ডিসির তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি (উত্তর) বিভাগের একটি চৌকস আভিযানিক দল রবিবার এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X