

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা সাময়িক বরখাস্তকৃত ১৩৯ জন শ্রমিককে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করছে।
অদ্য বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ডিউটিরত শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে তারা উৎপাদন ফ্লোর থেকে বের হয়ে কারখানার ভেতরের মূল ফটকের সামনে অবস্থান নেন। এসময় সাময়িক বরখাস্তকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক জানান, সাময়িক বরখাস্ত করা শ্রমিকদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে। অন্যথায় শ্রম আইন অনুযায়ী তাদের সকল পাওনাদি পরিশোধ করতে হবে। প্রয়োজনে সকল শ্রমিক একসাথে কারখানা ত্যাগ করবেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কারখানায় কর্মবিরতি পালন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কর্তৃপক্ষ ১৩৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে। পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টঙ্গীতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনায় শ্রমিকপক্ষ শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী বরখাস্তকৃত শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধের দাবি জানায়। এ সময় মালিকপক্ষ বরখাস্তকৃত শ্রমিকদের নোটিশ পে বাবদ ৩০ দিনের বেসিক বেতন, সার্ভিস বেনিফিট হিসেবে এক মাসের বেসিক বেতনসহ অন্যান্য ভাতা প্রদানের সিদ্ধান্তের কথা জানায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, সাময়িক বরখাস্তকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন
