মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়াকৈরে কারখানায় ইঞ্জিন বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ
expand
মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ইঞ্জিন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কাজ চলাকালীন ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটলে এ দুর্ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, তারা প্লাস্টিকের পানির ট্যাংক তৈরির কাজে ব্যস্ত ছিলেন। এসময় ব্যবহৃত একটি ইঞ্জিন হঠাৎ অতিরিক্ত গরম হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। আশপাশের শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বাবুল ও রবিউল নামে দুই শ্রমিক দগ্ধ হন।

দগ্ধদের প্রথমে কালিয়াকৈরের সফিপুর এলাকার খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক তানিয়া আক্তার জানান, বাবুলের শরীরের প্রায় ৪৫ শতাংশ এবং রবিউলের ১৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থা বিবেচনায় তাদের ঢাকায় রেফার করা হয়েছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, পানির ট্যাংক তৈরির একটি ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে আমাদের দুই শ্রমিক দগ্ধ হন। তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মনির হোসেন জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X