শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে এমপি বানানো মানে প্রথম অধিবেশনেই ফাটাই দেব: শামীম হায়দার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম
জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
expand
জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, 'আমি আগে দুইবার সংসদ সদস্য ছিলাম। সংসদে কীভাবে কাজ করতে হয়, সেটা আমি জানি। ৭১ বিধি, ৪১ বিধি, ৪২ বিধি, সিদ্ধান্ত প্রস্তাব, সরকারি বিল, বেসরকারি বিল, সংশোধনী, জনমত যাচাই— এগুলো আমার মুখস্থ। আমাকে এমপি বানানো মানে, প্রথম অধিবেশনের প্রথম দিনেই আমি ফাটাই দেব।'

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বড়ুয়ার হাটে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার পাটোয়ারী বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পতনের পর তাদের অনেকেই পালিয়ে গেছে। তাদের লক্ষ লক্ষ, কোটি কোটি সমর্থক বাংলাদেশে রয়ে গেছে। তারা বাংলাদেশের নাগরিক। কেউ অন্যায় করে থাকলে অবশ্যই তার বিচার হবে, কিন্তু এখন তাদেরকে প্রচন্ড চাপের ওপর রাখা হয়েছে। তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়না। আমি যদি এমপি না হই, তাহলে তাদের ওপর আরও নির্যাতন চালানো হবে, জুলুম করা হবে।

তিনি আরো বলেন, আমি ভয় পাই এই কারণে যে, আমি যদি এমপি না থাকি এবং অন্য কেউ এমপি হয়, তাহলে তারা এই অবস্থানে যেতে পারবে না। আমার একটা পজিশন আছে। আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা দিয়েই সুন্দরগঞ্জ চালাতে পারবো। অন্য কোনো এমপি হলে সুন্দরগঞ্জকে সেভাবে চালাতে পারবে না। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমার অভিজ্ঞতা, জ্ঞান, শক্তি ও প্রতিভা দিয়ে সুন্দরগঞ্জে উন্নয়নের জোয়ার সৃষ্টি করবো ইনশাল্লাহ।

জাপার মহাসচিব আরো বলেন, সুন্দরগঞ্জের মানুষের ভালোবাসাতেই আমি দলের মহাসচিব হয়েছি। এখন কোনো কারণে যদি মহাসচিব হেরে যায়, তাহলে কি তার মানসম্মান থাকবে? সুন্দরগঞ্জের মানসম্মানই বা থাকবে কোথায়? আমি ছাড়া এই সুন্দরগঞ্জ থেকে আর কে মহাসচিব হতে পারবে? কোনো দলের মহাসচিব এই সুন্দরগঞ্জ থেকে হওয়ার সম্ভাবনাই নেই। আপনারা আমাকে একটু ভোট দিন। আপনাদের ভোট ও ভালোবাসায় আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ। এই বিজয়ের কেতন হাতে নিয়ে সুন্দরগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা করবো।

শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ওহেদুজ্জামান সরকার বাদশা এবং উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনছার আলী সরদার। এসময় জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X