বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সালথায় কৃষকলীগ সভাপতির পদত্যাগ, বিএনপিতে যোগদানের ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান শেখ
expand
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান শেখ

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান শেখ কৃষকলীগের সভাপতিসহ দলীয় সব ধরনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। তিনি সোনাপুর গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে শাহজাহান শেখ জানান, বিগত সময়ে তিনি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তবে পারিবারিক নানা সমস্যার পাশাপাশি বয়সজনিত অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি চালিয়ে যাওয়া তার জন্য সম্ভব হচ্ছে না। সেজন্য আজ থেকে তিনি কৃষকলীগের সভাপতি পদসহ দলীয় সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবো না। আমি নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। বিএনপি নেতা-কর্মীদের আচরণ ও ব্যবহার আমার ভালো লাগে, তাই ভবিষ্যতে বিএনপির একজন কর্মী হিসেবে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই।

তার এই পদত্যাগ ও দলবদলকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন