রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নগরকান্দায় ৪টি ককটেল বোমা উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
চারটি ককটেল বোমা উদ্ধার
expand
চারটি ককটেল বোমা উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসুল সামদানী আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কালভার্টের নিচে একটি ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল বোমা পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে একটি বালতির পানির মধ্যে রাখা হয়েছে। বিষয়টি অবহিত করার পর পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমাগুলো নিষ্ক্রিয় করবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X