

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল ঘোষণা করেছেন যে, বিএনপি সরকার গঠন করলে দেশের প্রায় চার কোটি পরিবারের নারী অভিভাবকদের জন্য ডিজিটাল 'ফ্যামিলি কার্ড' চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা ঘরে বসেই সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।
তিনি জোর দিয়ে বলেন, আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জনগণ গণতন্ত্র রক্ষা ও দেশের মানুষের বৃহত্তর কল্যাণের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) ফরিদপুর সদরপুর উপজেলার চাররশি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মৃধা বাড়ির উঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, "দেশের এবং মানুষের প্রয়োজনে আল্লাহপাক যেন তাঁকে সুস্থ রাখেন।"
তিনি আরও উল্লেখ করেন যে, ১৯৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন তারা ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে এবং মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ সহ আরও অনেকে।
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৩২ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১২০০ দুঃস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।
মন্তব্য করুন
