মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ত্বক ফর্সাকারী নকল ক্রিম বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
উপজেলা প্রশাসন ও বিএসটিআই
expand
উপজেলা প্রশাসন ও বিএসটিআই

মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুদ, বিএসটিআইয়ের নিষিদ্ধ ঘোষিত গায়ের রং ফর্সা করার নামে নকল ক্রিম ও প্রসাধনী বিক্রির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর নামে।

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজারে ওই কসমেটিকস দোকানে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই।

রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজার এলাকায় ‘খান ভ্যারাইটিজ স্টোর’ দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় ফরিদপুর বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) সোহরাব হোসেন ও সদরপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,অভিযানে খান ভ্যারাইটিজ স্টোরে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুদ, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গায়ের রং ফর্সাকারী ক্রিম ও নকল কসমেটিকস বিক্রির অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুসারে দোকান মালিক রিংকু খানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্যে মজুদ, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গায়ের রং ফর্সাকারী ক্রিম ও নকল কসমেটিকস বিক্রির অপরাধে দোকান মালিককে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X