

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের চরভদ্রাসনে ম্যাজিস্ট্রেট পরিচয়ে স্বর্ণের দোকানে টাকা দাবি করায় শাহারিয়ার জামান (৫১) নামে ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলার চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, মৌলভীরচর বাজারের সুব্রত জুয়েলার্সে গিয়ে ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবি করেন শাহারিয়ার জামান। জুয়েলার্সের মালিকের সন্দেহ হলে বাজারের অন্য ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। এরপর তারা কৌঁশলে ওই ব্যক্তিকে আটকে রেখে থানা পুলিশকে অবগত করেন।
পরে থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন ঘটনাস্থলে পৌঁছে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী শাহারিয়ার জামানকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত শাহারিয়ার জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর এলাকার মৃত মুন্সী আকবর আলীর ছেলে।
স্বর্ণের দোকানের স্বত্তাধিকারী জয়দেব জানান, সকাল ১০ টার দিকে ওই ব্যক্তি দোকানে এসে বলেন, আমি ফরিদপুর ডিসি অফিস থেকে এসেছি, আমি ম্যাজিস্ট্রেট। এটা বলার পর আমি তাকে অন্যরকম আপ্যায়ন করতে থাকি। এক পর্যায়ে সে টাকা চেয়ে বসে এবং তখনই আমার পরিচিত এক এনজিওর লোক আসে। এনজিওর ওই লোক তাকে চিনে ফেলে এবং আমাকে তার আগের ঘটনার একটি ভিডিও দেখায়, তখন কৌশলে বসিয়ে রেখে অন্যদের জানিয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন বলেন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবি করেছিল। খবর পেয়ে সত্যতা নিশ্চিত হয়ে এবং পূর্বের ও আজকের প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগেও ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের ১৩ জুন ফরিদপুর সদর উপজেলার মমিনখারহাটে বগুড়া মিষ্টান্ন ভান্ডারে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তিনি।
মন্তব্য করুন
