মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা উদারতা ও সহনশীলতার রাজনীতি চাই : শিবির সভাপতি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
‎কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম
expand
‎কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম

‎কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “আমরা আগামীতে সকল অপরাজনীতিকে পদদলিত করে এই সমাজ ও রাষ্ট্রে একটি উদার, সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বর্তমান প্রজন্মের চাওয়াকে বুঝতে হবে। যারা চাঁদাবাজি করবে, ছাত্রসমাজ তাদের বিরুদ্ধেই দাঁড়িয়ে যাবে। আপনারা যদি ক্ষমতাই চান, যদি ক্ষমতাই আপনাদের উদ্দেশ্য হয়—তাহলে ক্ষমতার জন্য নিজেদের দলের লোকদেরই হত্যা করছেন। কাউকে মনোনয়ন দিয়েছেন, আরেকজনকে দেননি বলে তাকে গুলি করে হত্যা করছেন—এ রাজনীতি আমরা চাই না। আমরা চাই উদারতা ও সহনশীলতার রাজনীতি।”

‎‎বুধবার সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে দিনাজপুর–৩ উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজিত ছাত্র–যুব–নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

‎সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, “আমরা বিএনপিকে ভোট দিয়েছি, তাদের দোষ আমাদের ঘাড়ে এসেছে। এবার সুযোগ পেয়েছি—দাঁড়িপাল্লায় ভোট দেব। উত্তরাঞ্চল সবসময় অবহেলিত। ঢাকায় গেলে দেখি দিনাজপুরের মানুষ রিকশা চালায়, তাদের শ্রমের মূল্য কেউ দেয় না। আমরা সব দলকে দেখেছি, এবার জামায়াতকে দেখব। জামায়াতের নেতৃত্বে গঠিত ৮ দলীয় জোটকে বিজয়ী করব। এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ বিজয় হবে। যারা নিজেদের প্রার্থীতাকে কেন্দ্র করে নিজেদের মধ্যেই সংঘর্ষ–হানাহানি করে, নিজেদের নিরাপত্তা দিতে পারে না—তারা কীভাবে অন্যের নিরাপত্তা দেবে? আমরা আগামীতে সকল অপরাধনীতিকে পদদলিত করে একটি উদার, সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।”

‎অনুষ্ঠানে সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ মেহেরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথির পাশাপাশি বক্তব্য রাখেন দিনাজপুর–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, সাবেক সভাপতি রাজীবুর রহমান পলাশ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাকসু ভিপি ও রাবি ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রেজাউল করিম, জেলা জাগপার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রুপমসহ ৮ দলীয় জোটের জেলা নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X