মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম
মোঃ রহমান (২৫) গ্রেফতার
expand
মোঃ রহমান (২৫) গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে অপহরণের মামলায় এক স্কুলছাত্রীকে সফলভাবে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে রাজশাহী সদর থানা এলাকা থেকে তথ্য–প্রযুক্তির সহায়তায় মোঃ রহমান (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে ধামরাই থানার চৌকস পুলিশ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

জানা যায়, ধামরাই থানার বেলীশ্বর মোহনীমোহন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার প্রিয়াকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন আসামি মোঃ রহমান ও তার সহযোগীরা। প্রিয়ার বাবা বিষয়টি জানতে পেরে তাদেরকে সতর্ক করলেও উত্যক্তের মাত্রা আরও বেড়ে যায়।

গত ৩০/১০/২৫ তারিখ সকাল ৮টার দিকে প্রিয়া প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা আসামিরা তাকে জোরপূর্বক একটি কালো রঙের অজ্ঞাত মাইক্রোবাসে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

মামলাটি তদন্তের সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাজশাহী সদর থানার কেন্দ্রীয় কারাগারের সামনে পাকা রাস্তা থেকে প্রধান আসামি মোঃ রহমানকে গ্রেফতার করে এবং অপহৃত প্রিয়াকে উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্তের মাধ্যমে সকলকে আইনের আওতায় আনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X