

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার সাভারে রহমান ডায়াগনস্টিক সেন্টার নামে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্লিনিক ও নিচতলার দোকানগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও প্রথমদিকে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার ভবনটির আন্ডারগ্রাউন্ড অংশে থাকা একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং এরপর ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়।
হেমায়েতপুর ট্যানারি ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার তানভীর আহমেদ বলেন, খবর পাওয়ার পর তাদের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ভবনের নিচতলার অন্তত তিনটি দোকান পুড়ে যায় এবং আগুনের তাপে পুরো ভবনে ক্ষতি ছড়িয়ে পড়ে। হাসপাতালে থাকা আসবাবপত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জামও আগুনে নষ্ট হয়।
শুক্রবার সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা সঠিক কারণ জানা যায়নি। প্রচুর ধোঁয়া বের হওয়ায় ডাম্পিংয়ের কাজ তখনও চলমান ছিল। কাজ শেষ হলে ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের উৎস নির্ধারণ করা যাবে বলে জানান তিনি।
মন্তব্য করুন

