মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাই সরকারি কলেজ ১২৭৫ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নিল

ধামরাই (ঢাকা)প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
ধামরাই সরকারি কলেজ ১২৭৫ জন নবীন শিক্ষার্থী
expand
ধামরাই সরকারি কলেজ ১২৭৫ জন নবীন শিক্ষার্থী

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো ধামরাই সরকারি কলেজের ১২৭৫ জন নবীন শিক্ষার্থীকে।চমৎকার বর্নীল আয়োজনে অনুষ্ঠিত হল নবীণ বরন অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

ধামরাই সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইফতেকার আলী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন মহা পরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক বলেন, ধামরাই সরকারি কলেজ ঢাকা জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X