শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আবারও সেন্টমার্টিন থেকে ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ পিএম
সেন্ট মার্টিন
expand
সেন্ট মার্টিন

কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) আরও ১৪ জন জেলেকে অপহরণ করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সেন্ট মার্টিনের নিকটবর্তী সাগর থেকে দুটি ট্রলারসহ তাদের ধরে নেওয়া হয়।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ জানিয়েছেন, কায়ুকখালী ঘাট থেকে সকালে মাছ শিকারে যাওয়া কয়েকটি ট্রলারের মধ্যে মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে আটক করেছে আরাকান আর্মি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আমরা খবর পেয়েছি দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী বিষয়টি দেখছে।

এর আগে, ১২ সেপ্টেম্বরও আরাকান আর্মি পাঁচটি ট্রলারের ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করেছিল। তাদের মধ্যে ১৭ জন পালিয়ে এলে, এখনও বিভিন্ন সময় ধরে নেওয়া আরও ১১৮ জেলে ওই গোষ্ঠীর হেফাজতে রয়েছেন।

বিজিবি ও ট্রলার মালিকদের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত মোট ২৪২ জন জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে; এর মধ্যে ১২৪ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন