

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে গুপ্তখালে পড়ে ডুবে যাওয়ার সময় ৫ জন পর্যটককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলে ও জেলা প্রশাসনের বিচ কর্মীরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সৈকতের উত্তরপাশে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া পর্যটকরা হলেন- মিজান (১৮), হাসান (১৮), সোহান (১৮), আরমান (১৮) ও রবিউল (১৮)। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা।
জেলা প্রশাসনের বিচ কর্মীরা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপুল সংখ্যক পর্যটক ইনানী সমুদ্রসৈকতে ভিড় করেন। সাগর উত্তাল থাকায় নিয়মিত মাইকিং করে সতর্ক করা হচ্ছিল। বিশেষ করে গুপ্তখালের পাশ দিয়ে নামতে নিষেধ করা হলেও কয়েকজন যুবক সতর্কবার্তা উপেক্ষা করে পানিতে নামে। একপর্যায়ে তারা স্রোতে পড়ে ডুবে যেতে থাকলে স্থানীয় জেলে ও বিচ কর্মীরা দ্রুত এগিয়ে এসে ৫ জনকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়াদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, বাকি তিনজন সুস্থ আছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে এবং সাগর উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রস্নানে বিশেষভাবে সতর্ক থাকার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    