

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় হঠাৎ ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় ৬ কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চকরিয়া থানার সামনে থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
আটককৃতরা হলেন- মো. মারুফ (২০) মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮), রাফি (১৬)।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকালে হঠাৎ করে ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে কয়েকজন কিশোর থানার সামনে দিয়ে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দেয়।
এরপর স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিতে নিষেধ করলেও তারা তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকে। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন থানার মুল ফটকেই ছিলেন। তাৎক্ষণিকভাবে তিনি নিজে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ৬ কিশোরকে আটক করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, অটোরিকশা নিয়ে ছদ্মবেশে কয়েকজন কিশোর জয়বাংলা স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। তাৎক্ষণিক তাদের ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয় কিশোরকে আটক করা হয়।
যাচাই বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন
