শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

যারা গণভোটে ‘না’ দিবে তারা ফ্যাসিবাদের পক্ষে : উপদেষ্টা আদিলুর রহমান

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান
expand
সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান

সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাইযোদ্ধাদের অবদানে সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশের। দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরীর হল রুমে গণভোটের কার্যক্রম সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রস ফায়ার দেওয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না, আমরা এমন একটি দেশ চাই যে দেশ হবে বৈষম্যমুক্ত ফ্যাসিবাদমুক্ত, যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমঅধিকার ভোগ করবে।

আদিলুর রহমান খান বলেন, জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে।

তাই জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী ১২ তারিখ ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবান জানান উপদেষ্টা।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানাশ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই তারা হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে, যারা ফ্যাসিবাদকে সমর্থন করে তারা না এর পক্ষে প্রচার করবে, আর যারা জনগণের অধিকারের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গুম, ক্রস ফায়ার চাই না তারাই হ্যাঁ-তে ভোট দিবে। জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতে এই গণভোট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X