মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে পাহাড়ের পাশে অর্ধগলিত লাশ উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
মরদেহ উদ্ধার
expand
মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশ থেকে একব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।স্হানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত হলো টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মিয়া (৩৬)।বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১ ব্লকের পাশ্ববর্তী

কাটাতারের বাইরে চাকমারকুল (কেরুনতলী) এলাকা থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় খেলাধুলা করতে গিয়ে রোহিঙ্গা শিশুরা পাহাড়ের পাশে মাটিচাপা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে ক্যাম্পের মাঝিকে বিষয়টি জানায়। পরে মাঝির মাধ্যমে খবর পেয়ে ১৬ এপিবিএন ঘটনাস্থলের তথ্য হোয়াইক্যং পুলিশ ফাঁড়িকে জানানো হয়

খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির টহল টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পাশাপাশি সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র দে সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X