

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সেন্টমাটিনের অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেড় হাজার বস্তা সিমেন্টসহ দুইটি বোট জব্দ করেছে নৌবাহিনী। এসময় জড়িত থাকার অভিযোগে ২২ জন চোরাকারবারিকে আটক করতে হয়।আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়। নৌবাহিনী সুত্রে জানা যায়, একটি পাচারকারী চক্র সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশি সিমেন্ট মিয়ানমারে পাচার করার চেষ্টা করছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে সেন্টমার্টিন এলাকা ও আশপাশের সমুদ্রসীমায় টহল জোরদার করে নৌবাহিনী।
টহলরত নৌবাহিনী জাহাজ প্রত্যাশা সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩৬.৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুটি কাঠের বোট শনাক্ত করে। নৌবাহিনী জাহাজ কাছে যেতেই বোট দুটি পালানোর চেষ্টা করলে তৎক্ষণাৎ ধাওয়া করে তাদের আটক করা হয়। আটককৃত বোট দুটি—‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’—তল্লাশি করে ১৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট পাচারকারী চক্রের ২২ জন সদস্যকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য পরবর্তীতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।নৌবাহিনী জানায়, সমুদ্রপথে অপরাধ দমন ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
