বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: অস্ত্রসহ তিন মানবপাচারকারী আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
আটককৃত তিন মানবপাচারকারী
expand
আটককৃত তিন মানবপাচারকারী

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় বন্দুকসহ তিন মানবপাচারকারীকে আটক ও নারী-পুরুষ ও শিশুসহ ১০ ভুক্তভোগীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও বাহারছড়া আউটপোস্টের সদস্যরা মারিশবুনিয়া এলাকার গহিন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে তিন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড। পরে আটক পাচারকারীদের দেওয়া তথ্যমতে তাদের আস্তানা থেকে একটি দেশীয় বন্দুকও উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রগুলো উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরির আশ্বাস এবং অল্প খরচে বিদেশে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় সাগর পথে পাঠানোর পরিকল্পনা করছিল।

এছাড়া পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে আটকে রাখা এবং নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।

লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক আরও জানান, উদ্ধারকৃত ব্যক্তি, জব্দ আগ্নেয়াস্ত্র ও আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মানবপাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X