

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদের রক্তের শপথ, বিএনপির শপথ, আমাদের প্রতিশ্রুতি- সবকিছুই আগামী দিনে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে।
এই দেশের সব মানুষের অধিকার নিশ্চিত করা হবে। গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে স্বাধীনভাবে ভোটাধিকার ফিরে পেতে সংগ্রাম করেছে। স্বৈরাচারের পতন হয়েছে। জনগণ হারানো ভোটাধিকার ফিরে পেয়েছে- এখন সেই ভোট আগামী জাতীয় নির্বাচনে প্রয়োগ করতে হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা স্টেশনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো আগামী দিনে তার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। আমরা বিশ্বাস করি, আপনাদের ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করবে।
বাংলাদেশ হবে কৃষকের দেশ। কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। ন্যায্যমূল্যে কীটনাশক, সারসহ প্রয়োজনীয় সবকিছু পাওয়া যাবে। কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণেরও ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, দেশে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। যেন কোনো মানুষ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে। সব দরিদ্র পরিবারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হবে। তাদের পারিবারিক কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে চাল-ডালসহ প্রয়োজনীয় নিত্যপণ্য সরবরাহ করা হবে।
সকাল ১১টায় নিজ নির্বাচনী এলাকায় চতুর্থ দিনের মতো গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। বিভিন্ন স্টেশনে নারী–পুরুষ দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।
এদিকে তার নির্বাচনী পথসভাগুলো জনসমাবেশে রূপ নিচ্ছে। ব্যাপক উৎসাহ নিয়ে মানুষ এসব পথসভায় অংশ নিচ্ছেন। সালাহউদ্দিন আহমদ সবার কাছে ধানের শীষে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ; মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী; সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী; সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু; সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ। কোনাখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগের সময় সর্বত্র মানুষের ঢল নামে।
দুপুর থেকে তিনি ধারাবাহিকভাবে পূর্ব বড় ভেওলা, শাহারবিল, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া ও বদরখালী ইউনিয়নে গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন
