মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাফনদী থেকে ৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা। একই সময়ে জব্দ করা হয়েছে দুটি মাছ ধরার নৌকা।

আটক ব্যক্তিদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং চারজন রোহিঙ্গা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) ভোরে টেকনাফের ঝিমংখালি নাফনদী সংলগ্ন সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

অন্যদিকে মিয়ানমারভিত্তিক ‘আরাকান আপডেট নিউজ’ জানিয়েছে, ৩ ডিসেম্বর আরাকান অঞ্চলের জলসীমায় ‘অবৈধ অনুপ্রবেশ’ ও ‘অননুমোদিত মাছ শিকারের’ অভিযোগে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স আরও ছয়জন বাংলাদেশি জেলেকে নৌকাসহ আটক করেছে।

সংগঠনটি জানিয়েছে, সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, “৩ ডিসেম্বর ভোরে ঝিমংখালি সংলগ্ন নাফনদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকা আটক করে জেলেদের ধরে নিয়ে যায়।

আটক দুই বাংলাদেশি হলেন হোয়াইক্যং উত্তরপাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম ও রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা।”

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম সত্যতা নিশ্চিত করেন। তবে তবে বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X