মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে যৌথ অভিযান: বিপুল পরিমাণ গোলা-বারুদ-আগ্নেয়াস্ত্র জব্দ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম
টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র
expand
টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ, দেশীয় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ভোরে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কোস্ট গার্ড স্টেশন ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এলাকা তল্লাশী করে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র এবং ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

জব্দকৃত আলামতসমূহের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও বাড়াবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X