মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় মাছের প্রজেক্ট থেকে মালিকের মরদেহ উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
ছবি: প্রতীকী
expand
ছবি: প্রতীকী

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় নিজ মালিকানাধীন মাছের প্রজেক্ট থেকে জাফর (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি ওই এলাকার হাজী সিকান্দরের ছেলে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাফরের মাছের প্রজেক্টে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পরিচয় নিশ্চিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একদিন ধরে নিখোঁজ থাকার পর তার মরদেহ নিজ প্রজেক্ট থেকেই উদ্ধার হওয়ায় বিষয়টি ঘিরে রহস্য তৈরি হয়েছে।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মরদেহের পাশেই বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখা গেছে। এতে এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যা—তা নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর জাফর সম্প্রতি দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেন। তিনি নিজের জমিজমা দেখভাল ও মাছের প্রজেক্ট পরিচালনায় ব্যস্ত ছিলেন। প্রজেক্টের ভেতরই তিনি একটি ছোট ঘর তৈরি করে থাকতেন।

ঘটনার পর উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে কাজ চলছে বলে জানায় পুলিশ।এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X