

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ও নিপীড়িত বিএনপি নেতা-কর্মীদের পরিবার।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা দমন-নিপীড়নের শিকার হয়েছেন। সেই সময়ে হাজী আমিন উর রশিদ ইয়াছিন সব সময় তাঁদের পাশে ছিলেন। কিন্তু সম্প্রতি ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় তাঁরা মর্মাহত ও ক্ষুব্ধ।
মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর স্ত্রী আনা আজিজা বলেন, আমার স্বামীর বিরুদ্ধে ৩২টি মামলা হয়েছিল। বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তিনি। সেই কঠিন সময়ে ইয়াছিন ভাই আমাদের পাশে ছিলেন। তিনি শুধু নেতা নন, নির্যাতিত পরিবারের আশ্রয়স্থল ছিলেন।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর স্ত্রী নাসরিন খানম বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে কুমিল্লা সদর এলাকায় ইয়াছিন ভাই ও দলের নেতাকর্মীদের নামে তিন শতাধিক মামলা হয়। হাজারো কর্মী কারাভোগ করেছেন। তখন তিনি আমাদের পরিবারের পাশে ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী মনিরুল হক চৌধুরী দীর্ঘ ১৭ বছর দলের কর্মসূচি ও নির্যাতিত পরিবারগুলোর পাশে ছিলেন না। তাঁকে ‘বিচ্ছিন্ন ব্যক্তি’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, মনিরুল হক চৌধুরীকে প্রার্থী করা হলে তৃণমূলে নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়বে। তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের দুঃসময়ে যারা কর্মীদের পাশে থেকেছেন, সেই নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে কুমিল্লা সদর আসনে মনোনীত করুন।
সংবাদ সম্মেলনে মামলা–হামলার শিকার শতাধিক পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।
সেখানে কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম প্রকাশ করা হয়। এরপর থেকেই কুমিল্লা রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ে। বিশেষ করে আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা তৃণমূলের মতামত উপেক্ষার অভিযোগ তুলে টানা পাঁচ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
মন্তব্য করুন