

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার ময়নামতি কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ব্রিটিশ হাইকমিশনারসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, পাকিস্তানের পলিটিক্যাল কাউন্সিলর সাইয়েদ আহমেদ মারুফ, ভারতের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার এম. এস. সাবরওয়াল, অস্ট্রেলিয়ার কূটনীতিক নার্দিয়া সিম্পসন, কানাডার প্রতিনিধি মার্কাস ডেভিস, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মাইকেল মিলার, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মেগান বোল্ডিন, ডেনমার্কের প্রতিনিধি অ্যান্ডারস বি. কার্লসন এবং ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি স্টিফেন ফোর্বস উপস্থিত ছিলেন।
এ সময় ১০১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, স্মরণ সংগীত পরিবেশনা, দুই মিনিট নীরবতা পালন, প্রার্থনা ও নিহত সৈনিকদের স্মৃতিচারণ করা হয়।
ময়নামতি ওয়ার সিমেট্রির বাংলাদেশ কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেটর আব্দুর রহিম সবুজ জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে প্রতিবছর এ আয়োজন করা হয়। এটি মূলত শান্তির বার্তা বহন করে। ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৯৪১ থেকে ১৯৪৫ সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭ জন সৈনিকের সমাধি রয়েছে।
তাঁদের মধ্যে যুক্তরাজ্যের ৩৫৭ জন, কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১২ জন, নিউজিল্যান্ডের ৪ জন, অবিভক্ত ভারতের ১৭১ জন, রোডেশিয়ার ৩ জন, পূর্ব আফ্রিকার ৫৬ জন এবং পশ্চিম আফ্রিকার ৮৬ জন সৈনিক। পরবর্তীতে জাপানের ২৪ জন সৈনিকের দেহাবশেষ নিজ দেশে নিয়ে যাওয়া হয়।
মন্তব্য করুন