

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার বরুড়ার নজির আহমেদ (৪০) ট্রাক থেকে নামার সময় দুর্ঘটনায় ডান হাত আলাদা হয়ে যায়। দ্রুত হাসপাতালে আনা হলে তার হাত অস্ত্রোপচারে পুনরায় জোড়া লাগানো সম্ভব হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে সাড়ে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. কামরুল ইসলাম ও এক দল চিকিৎসক এই সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন।
নজির আহমেদ জানান, গাছের গুঁড়ি তার ডান হাতে পড়লে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সহকর্মীরা দ্রুত হাতটি পলিথিনে মুড়িয়ে হাসপাতালে নিয়ে যান। অস্ত্রোপচারের পর তিনি এখন হাত দিয়ে স্পর্শ করতে পারছেন এবং আগের মতো কাজ করার আশা পাচ্ছেন।
ডা. কামরুল ইসলাম বলেন, দ্রুত হাসপাতালে আনার কারণে অস্ত্রোপচার সফল হয়েছে। কুমিল্লায় এই ধরনের অস্ত্রোপচার দেশের চিকিৎসা বিজ্ঞানে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন
 
 
                    