

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আপিলের শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ গ্রহণ করে কুমিল্লা–১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, মো. আবদুল গফুর ভূঁইয়া যুক্তরাষ্ট্রের নাগরিক—এমন অভিযোগ তুলে তাঁর মনোনয়নের বিরুদ্ধে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। আপিলের শুনানিতে অভিযোগের পক্ষে উপস্থাপিত তথ্য–প্রমাণ বিবেচনায় নিয়ে ইসি তা মঞ্জুর করে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, দ্বৈত নাগরিকত্ব থাকা অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। সে কারণেই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় মো. আবদুল গফুর ভূঁইয়া জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তিনি একমত নন। তিনি বলেন, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
মন্তব্য করুন
