শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগ সন্দেহে আটক সেই স্কুলছাত্র জামিনে মুক্ত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পিএম
ছাত্রলীগ সন্দেহে আটক সেই স্কুলছাত্র
expand
ছাত্রলীগ সন্দেহে আটক সেই স্কুলছাত্র

কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রলীগের কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে আটক হওয়া ইমরান হোসেন (১৫) নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী ১৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) কুমিল্লার শিশু আদালত–১ এর বিচারক ইয়াসিন আরাফাত তাঁর জামিন মঞ্জুর করেন। ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি পেলেও বার্ষিক পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা কাটছে না পরিবারের।

ইমরান ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ইসহাক মিয়ার ছেলে এবং ঢালুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ নভেম্বর গভীর রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে নাঙ্গলকোট থানা–পুলিশ। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ইমরানের বাবা ইসহাক মিয়া বলেন, আমি কোনো রাজনীতি করি না। আমার ছেলেও কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নয়। তারপরও পুলিশ রাতের অন্ধকারে বাড়ি ঘিরে ছেলেকে তুলে নিয়ে গেল। তার পরীক্ষার প্রবেশপত্র নিয়েও থানায় গিয়েছিলাম, কোনো লাভ হয়নি।

১৩ দিন পর ছেলেকে ফিরে পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে পরীক্ষা দিতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন। তাঁর ভাষায়, নির্দোষ ছেলেটার ভবিষ্যৎ এখন অন্ধকার। কেউ ষড়যন্ত্র করে ইমরানকে মামলায় জড়িয়েছে। বিশেষ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার বলেন, ইমরান নিয়মিত শিক্ষার্থী। তাঁর কোনো রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য বিদ্যালয়ে নেই। তিনি জানান, আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হবে। নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ না নেওয়ায় ইমরানকে পরের বছর আবারও একই শ্রেণিতে পড়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

মামলার আইনজীবী জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর গভীর রাতে ঢালুয়া ইউনিয়নের মনতলী ব্রিজসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্যরা সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা ও মশাল মিছিল করেন।

ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ইমরানসহ ২৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০–৬০ জনকে অজ্ঞাত আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এজাহারে ইমরানকে ‘ছাত্রলীগ কর্মী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরলেও বার্ষিক পরীক্ষা দিতে না পারায় ইমরানের শিক্ষাজীবন এখন চরম অনিশ্চয়তার মুখে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X