বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় র‍্যাবের অভিযানে ৩ তক্ষকসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১১:১৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক (Tokay Gecko) পাচারের অভিযোগে চুয়াডাঙ্গা থেকে আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ (মেহেরপুর)। উদ্ধারকৃত তক্ষকগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করে।

এ বিষয়ে র‌্যাব-১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান ( এস) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আব্দুল আজিজকে আটকের সময় তার হেফাজত থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন