

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পাঁচজন নিখোঁজের ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) তাদেরকে জীবননগর এলাকা থেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- হরিহরনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আজিজুল হক (৪৫) এবং মো. মুন্নাফের ছেলে আমিরুল ইসলাম (৩৭)। তবে তারা মামলার এজাহারনামীয় আসামি নন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ১৩ ও ১৪ অক্টোবর গোয়ালপাড়া গ্রামের স্বপন, হাসান, আবুল হোসেন, আনার হোসেন ও তাঁর ছেলে শফি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারগুলোর দাবি, সোনা চোরাচালান সংক্রান্ত বিরোধের জের ধরেই তাঁদের অপহরণ করা হয়েছে। নিখোঁজদের মধ্যে তিনজন স্থানীয় মাঠে ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফেরেননি।
ঘটনার পর নিখোঁজ হাসানের বাবা শওকত আলী বাদী হয়ে জীবননগর থানায় একটি অপহরণ মামলা করেন। তবে দীর্ঘদিনেও মূল আসামিদের গ্রেপ্তার ও নিখোঁজদের সন্ধান না মেলায় ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে।
অবশেষে দুই সন্দেহভাজনের গ্রেপ্তারে মামলার তদন্তে নতুন অগ্রগতি দেখা দিয়েছে বলে মনে করছে পুলিশ ও স্থানীয়রা।
জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবির জানান, 'অপহরণ মামলার সূত্র ধরে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তাদের আদালতে সোপর্দ করা হবে।'
মন্তব্য করুন