

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং জামালপুরের সিভিল জজ (বকশীগঞ্জ) আরিফ হোসাইন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ওই নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় একটি ভিডিও নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে।
ভিডিওটি পর্যালোচনায় দেখা যায়, গত ২২ ডিসেম্বর রাতে মেলান্দহ উপজেলার গোবিন্দী খানবাড়ী এলাকায় দোয়া মাহফিলের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের উপস্থিতিতে তার স্ত্রী তুহিনা আক্তার শিউলি বক্তব্য দেন এবং সেখানে ভোট প্রার্থনা করেন।
কমিটির মতে, ধর্মীয় অনুষ্ঠানের ব্যানারে এ ধরনের রাজনৈতিক বক্তব্য ও ভোট প্রার্থনার বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো দল বা প্রার্থীর প্রতি ছাড় নেই। অভিযোগের সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
মন্তব্য করুন
