

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর একই স্থানে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২০০৩ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (UNCAC)-এ স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে দিনটি একযোগে পালিত হয়।
জীবননগরের মানববন্ধনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন। তাঁরা ‘দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই’, ‘দুর্নীতিকে না বলুন’-এমন শ্লোগানে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন। জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির এবং জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন প্রমূখ।
মন্তব্য করুন
