মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেয়ালে চিকা মারতে গিয়ে আটক আ.লীগের তিন কর্মী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
আটক আ.লীগের তিন কর্মী
expand
আটক আ.লীগের তিন কর্মী

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে দেয়ালে স্লোগান লেখার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন কর্মীকে হাতেনাতে আটক করা হয়েছে। বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফটিকছড়ি পৌরসভা এলাকার উপজেলা পরিষদ মসজিদের দেয়াল এবং আন্ডা মার্কেট এলাকায় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান লিখছিলেন তারা। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের দেখতে পেয়ে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন— ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সদস্য ধুরুং এলাকার মো. তারেক হোসেন (৪২), একই এলাকার মো. আকরাম হোসেন (২৪) এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. বেলাল উদ্দিন (৫৮)।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, অবৈধ দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X