

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় ৮শ কৃষকের মাঝে সার ও বীজ প্রদান করা হয়েছে। রবি ২০২৫-২৬ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই সার বীজ বিতরণ করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ কার্যালয়ে এই সার ও বীজ কৃষকদের মাঝে তুলে দেওয়া হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, বিনামূল্যে ৩৫০ জন বোরো উফশী বীজ ও রাসায়নিক সার এবং ৪৫০ জন হাইব্রিড বীজ বিতরন করা হয়।
এর মধ্যে একজন কৃষক ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। এছাড়াও হাইব্রিড এর ক্ষেত্রে ২কেজি বীজ পাবেন।
উপজেলা কৃষি অফিসার শামীম আহমদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। এ সময় কৃষি অফিসের অন্যান্য উপসহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
