

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩ নম্বর খাদেরখাঁ ইউনিয়নের গরেভাঙা গ্রামে আওয়ামী লীগের উপদেষ্টা মনিরুজ্জামান সারেং-এর বিরুদ্ধে সরকারি খাল দখলের অভিযোগে স্থানীয়রা মানববন্ধন করেছেন।
অভিযোগ রয়েছে, মনিরুজ্জামান সরকারি খালের একটি অংশ ভরাট করে নিজের দখলে নেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তে সত্যতা পাওয়ার পর ভুমি অফিসার (এ্যাসিল্যান্ড আদালত) তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। এ রায় দেওয়া হয় চলতি বছরের ১৮ জুন।
শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসী অংশ নেন। তারা দখলকৃত খাল দ্রুত মুক্ত করার পাশাপাশি মনিরুজ্জামানের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, খালটি পুটিয়া থেকে খাদেরগাঁও বাজার হয়ে মেঘনা ধনাগোধা নদীর সঙ্গে যুক্ত থাকায় পানি চলাচল স্বাভাবিক থাকে। কিন্তু খালের অর্ধেক ভরাট করে দেওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
কারাভোগ শেষে মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীদের ওপর নানা হুমকি দেন এবং ১৪ আগস্ট ২০২৫ তারিখে আটজনের নামে মামলা করেন। মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয় মৃত হাবিবুল্লাহ প্রধানের ছেলে মো. জসিমকে।
এছাড়া, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকাবাসীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগও তোলেন বলে দাবি করেন স্থানীয়রা।
মানববন্ধনে নেতৃত্ব দেন ইফতেকার আহান্মেদ, কাজল তালুকদার, শাহাজালাল তালুকদার, মহসিন প্রধান, জসিম প্রধান, মো. তাফাজ্জল হোসেন ও শাহ আলম তালুকদার। এতে শতাধিক মানুষ অংশ নেন। তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন এবং ন্যায়বিচার চান।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    