

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প মতলব অঞ্চলের কৃষি, জীবন ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই প্রকল্পের ৬৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই নির্মাণ করে দেওয়া হয়েছিল।
এই বেড়িবাঁধ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই জাতীয় পার্টির প্রধান অঙ্গীকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার, পাঁচানি চৌরাস্তা বাজার ও নতুন বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এমরান হোসেন মিয়া বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সুরক্ষিত না থাকলে কৃষক, ঘরবাড়ি ও ফসল মারাত্মক ঝুঁকিতে পড়বে। অতীতে জাতীয় পার্টি এই অঞ্চলের মানুষের জন্য যে অবদান রেখেছে, তা আজও মানুষ স্মরণ করে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এই বেড়িবাঁধের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
গণসংযোগকালে তিনি নারীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে বলেন, নারীদের শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জাতীয় পার্টি নারীবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে বিজয়ী করতে হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলমাছ মিয়া, সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজি, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্ল্যা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, ছাত্রনেতা মো. জহির, রুহুল আমিনসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মতলব উত্তরের নতুন বাজারে গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী এমরান হোসেন মিয়া।
মন্তব্য করুন
