শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়ায় অটোরিকশাচালকের গায়ে অ্যাসিড নিক্ষেপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম
expand
পাওনা টাকা চাওয়ায় অটোরিকশাচালকের গায়ে অ্যাসিড নিক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা চাইতে যাওয়ায় আবির মিয়া (২৬) নামের এক অটোরিকশাচালকের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কনিকাডা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আবির মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরফত আলীর ছেলে।

আবির মিয়ার ভাষ্য অনুযায়ী, আলিয়াবাদ গ্রামের ওবায়দুল মিয়ারের কাছে ৭০০ টাকা পাওনা ছিল। টাকা চাওয়ায় হাতাহাতি হয় এবং একপর্যায়ে ওবায়দুল অটোরিকশার ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করেন। এরপর ‘চোর’ বলে অপবাদ দিয়ে কয়েকজনকে নিয়ে তার মাথা কামানো হয়।

আহত অবস্থায় স্থানীয়রা আবির মিয়াকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন